দীর্ঘ অপেক্ষার পর রাজ এবং শুভশ্রীর ঘরে এসেছে ছোট যুবান। আপাতত তাকে নিয়ে মত্ত গোটা চক্রবর্তী পরিবার। সদ্য হারানো বাবার কষ্ট ভুলে গিয়ে রাজ চক্রবর্তী মেতেছেন তার ছেলের সঙ্গে। ছেলে হবার পরেই তার প্রথম ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন রাজ চক্রবর্তী। এরপরই আবার একটি ভিডিও পোস্ট করেন রাজ চক্রবর্তী, যা আপাতত সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছোট্ট যুবান কে কোলে নিয়ে রাজ চক্রবর্তী খেলা করছেন। বাবার কোলে চুপটি করে শুয়ে রয়েছেন ছোট্ট যুবান। শিশুটি অবাক হয়ে শুনছে তার বাবার কথা। আবার বাড়িতে গিয়ে তাকে কিভাবে ডাকতে হবে, কি কি করতে হবে, দাদু দিদাকে হ্যালো বলতে হবে, এই সমস্ত শেখাচ্ছে কয়েকদিনের শিশুকে।
ছেলের সঙ্গে আবার একটি অ্যানিমেশন ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। সকলের সঙ্গে রাজ এবং শুভশ্রীকে আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা জানালেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি তার প্রিয় বন্ধুর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন। তাতে তিনি লিখেছেন,”তুমি যখন এলে, তখন পুরো পৃথিবীর আকাশ জুড়ে কালো মেঘ, তারই মধ্যে তোমার মা আনন্দের খবরটা দিলো। সেদিন আনন্দে কেঁদে ছিলাম আমি।প্রায় ১৬ বছর পর আমাদের বাড়িতে একটা ছোট্ট মানুষ আসছে। এরপর সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেল মহামারী। সব সময় ভয়ে থাকতাম তোমার কথা ভেবে। ঘূর্ণিঝড় এসে যখন সমস্ত গাছ বাড়ী উড়িয়ে নিয়ে গেল, তখন তোমার মায়ের সে কি মন খারাপ,নিজের বাচ্চাকে কি সেই পুরনো কলকাতা ফিরিয়ে দিতে পারবে, এই ভেবে।
রোজ একটি করে মৃত্যুর খবর শুনছি, আর ভয় পাচ্ছি, তোমাকে আমরা সুস্থ ভাবে এই পৃথিবীর আলো দেখাতে পারব কিনা। এর মাঝেই তোমার ঠাকুরদাদা, আমারে মেসোমশাই বৈতরণী পার করলেন। তোমাকে না দেখেই যাওয়ার কষ্ট ওনার মত আমরা পেলাম। যেদিন প্রথম কম্পিউটারের ভেতর তোমাকে দেখেছিলাম, তখন শুধু ভেবে ছিলাম কখন তোমাকে ছুঁয়ে দেখবো। যেদিন তুমি আসবে বলে ঠিক করলে, তার আগেরদিন উত্তেজনায় ঘুম আসেনি।
তোমার জন্মের দিন হসপিটালে বসে থাকা,তোমার দাদুর সঙ্গে ছেলে হবে না মেয়ে হবে সেই নিয়ে তর্ক করা, সব মিলিয়ে একটি অদ্ভুত উত্তেজনা, তারপর বহু প্রতীক্ষার ফল স্বরূপ পেলাম তোমার খবর। তোমার বাবা খবর দিলেন ছেলে হয়েছে”।মাসি দেবশ্রী গঙ্গোপাধ্যায় এর পাশাপাশি খুশি দাদা ঋষি ও। ছোট বন্ধুকে ছোট্ট শিবের সঙ্গে তুলনা করে দেবর্ষি লিখেছেন,”আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে। ঋষি তাদের একটা ছোট্ট ভাই হয়েছে। আমি জানতাম তুমি আসবে। আমার বিশ্বাস আজকের পর থেকে সবকিছু ভালো হবে। তুমি যে আমার ছোট্ট শিব”।