করোনার জেরে বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে বাইশ গজের লড়াই। তবে ক্রিকেট শুরু হলেও, খেলা হচ্ছে দর্শকশুন্য মাঠে। তাই দর্শক না থাকার কারণে একটা সমস্যা হচ্ছে। বল গ্যালারিতে চলে গেলে নিয়ে আসতে হচ্ছে ফিল্ডারদের। কিছুদিন আগে দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গ্যালারিতে চেয়ারের মাঝে বল খুঁজছিলেন। সাদা বল, তার উপর সাদা চেয়ার।
বল খুঁজতে ভালোই সমস্যা হচ্ছিল ফিল্ডারদের। ব্যাটসম্যান ছক্কা হাঁকানোর পর, বল গ্যালারিতে গিয়ে পড়লে, ফিল্ডারদেরই বল খুঁজে আনতে হচ্ছে। এবার অন্য ছবি দেখা গেল। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শকে বল কুড়িয়ে আনতে হচ্ছে পার্কিং জোন থেকে।
gully international cricket pic.twitter.com/Y8vOEzsjnC
— Cricket freakz (@CricketFreakz) September 12, 2020
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া একদিনের ম্যাচে এমনই ছবি দেখা গিয়েছে। ইংল্যান্ডের স্যাম বিলিং ছক্কা মারলে বল গিয়ে পড়ে পার্কিং জোনে। দর্শকহীন স্টেডিয়ামে বল ফিরিয়ে দেওয়ার মত কেউ নেই। অগত্যা মার্শকেই যেতে হল বল আনার জন্য। তাঁর বল কুড়িয়ে আনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।