সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টর্নেডো আ’ছ’ড়ে পড়ায় আ’হ’ত কমপক্ষে ৩০০, জানুন বিস্তারিত

কমপক্ষে ৩০০ জন ভয়াবহ টর্নেডোর জেরে চেক রিপাবলিকে আহত হল।পাশাপাশি অপর একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই খবর স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রককে উল্লেখ করে চেক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার চেক রিপাবলিকের দক্ষিণ-পূর্ব অংশে এই টর্নেডো আঘাত হানে।

অস্ট্রিয়া এবং স্লোভাকিয়া সীমান্ত এলাকার কাছেই থাকা সাতটি গ্রাম ও হোডোনিন নামে একটি শহর এই টর্নেডোর জেরে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। টর্নেডোর পরেই তাৎক্ষণিক ভাবে জানানো হয়, প্রায় ১৫০ জন আহত হয়েছেন ও কোনও মৃত্যুর সংখ্যা ঘটেনি। তবে পরে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আহতের সংখ্যা প্রায় ৩০০ জন অবং একজনের মৃত্যু হয়েছে।

হোডোনিন শহরের একটি হাসপাতালের তরফে জানানো হয়েছে, দক্ষিণ মোরাভিয়ান এলাকায় সাইক্লোনের তাণ্ডবের জেরে কমপক্ষে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, বেশ কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। বিপর্যয়ের জেরে প্রায় ১২ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাশাপাশি প্রাগ-ব্র্যাতিস্লাভা রোডেও বিশাল ট্র্যাফিক জ্যাম দেখা যায়।