সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাবুলে ঢু’ক’তে’ই তালিবান রাজ আফগানিস্তান জু’ড়ে, শুরু ক্ষ’ম’তা হস্তান্তর প্র’ক্রি’য়া

তালিবানদের দৌরাত্ম্যে বড়ই শোচনীয় অবস্থা আফগানিস্তানের। ধীরে ধীরে আফগানিস্তানের একের পর এক প্রদেশ দখল করতে করতে তালিবানদের দখলে এখন আফগানিস্তানের রাজধানী কাবুলও চলে যেতে বসেছে। তালিবান জঙ্গীদের ভয়ে বহু আগেই কাবুল ছেড়ে পালিয়েছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, প্রশাসনও তালিবানদের রুখতে কার্যত অপারগ। তাই আগেভাগেই সমস্ত সরকারি দপ্তর খালি করে দেওয়া হয়েছে।

ভারত-আমেরিকাসহ অন্যান্য দূতাবাসগুলি থেকে সদস্যদের আগেই সরিয়ে নেওয়া হয়েছে। একের পর এক প্রদেশ দখল করতে করতে শেষমেষ কাবুল অব্দি পৌঁছে গেল তালিবানরা। এমন পরিস্থিতিতে পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

এর আগে তিনি অবশ্য সর্বসমক্ষে তালিবানদের বিরুদ্ধে একত্রিত হওয়ার কথা বলেছিলেন। তবে শনিবার থেকে পরিস্থিতি বেগতিক বুঝে রীতিমতো গা ঢাকা দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। তার দেশত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে কুটনৈতিক মহলে।

এদিকে তালিবানদের সঙ্গে নাকি তলে তলে আমেরিকার সমঝোতা হয়ে গিয়েছে বলেও গুঞ্জন উঠেছে। তালিবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে এ বছর ৯ মার্চ থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করে আমেরিকা। আর তারপর থেকেই কার্যত আফগানিস্তানের মাটিতে প্রভাব বিস্তার করতে শুরু করে তালিবানরা। জুন মাসে আফগান সেনাদের সঙ্গে প্রবল সংঘর্ষ বাঁধে তাদের। এরপর মাত্র দেড় মাসের মধ্যেই আফগানিস্তানের বেশিরভাগ অংশ চলে গিয়েছে তাদের দখলে।

গত বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি দখল করে নিয়েছিল তারা। তারপর থেকেই হেরাট, আয়বাক, গজনি, কন্দহর, তালিকান, কুন্দুজ দখল করে ঝড়ের গতিতে কাবুলের দিকে এগিয়েছে জঙ্গিরা।

উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নিয়েছে তারা। তালিবান নেতারা আবার সাধারণ মানুষকে নিজেদের ইচ্ছেমতো অন্যত্র সরে যাওয়ার অনুমতি দিয়েছে। আবার মহিলাদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাবার কথা বলেছে তারা। এক কথায় বলতে গেলে আফগানিস্তান খুব তাড়াতাড়িই তালিবানদের দখলে চলে আসছে।