সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিম্নচাপের ফলায় মা’থা’য় হাত বঙ্গবাসীর, পুজোতে ত’বে কি বৃষ্টি হচ্ছেই?

এবারের পুজো মনে হয় একেবারে মাটি হতে চলেছে, এমনটাই অনুমান করছে আবহাওয়া দপ্তর। পুজোর আগে দফায় দফায় নিন্মচাপ, যা আরও অস্বস্তির মধ্যে ফেলছে মানুষকে। কখনও রোদ আবার কখনও ঘন অন্ধকার। রোদ বৃষ্টির খেলা এভাবেই চলছে গত কয়েক দিন থেকে। ইতিমধ্যেই সবাই পুজোর প্রস্তুতি করে ফেলেছে, আবার অনেকে প্রস্তুত হচ্ছে।

তার মাঝে এমন ব্যাঘাত যেটা সত্যি নাজেহাল করার মতো। এমনিতেই পুজোর বাজার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা সবাই এক বিপাকের মধ্যে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আগাম সতর্ক বার্তা দিয়ে দিয়েছে যেটা কিনা স্পষ্ট জানান দিচ্ছে , বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলোতে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নাকি ফের একটি নিন্মচাপের সৃষ্টি হয়েছে আর সেই কারণেই এই বিপত্তি, যার অভিমুখ অবশ্য ওড়িশার দিকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নিন্মচাপ কিন্তু আরও ভয়ঙ্কর রুপ নেবে বলে মনে করা হচ্ছে। যার কারণেই বাংলায় বৃষ্টির ভ্রুকুটি দেখতে পাচ্ছে আবহাওয়া বিদেরা।

আরো পড়ুন: জ’ঙ্গি’দে’র থাকার জা’য়’গা ভেবে গু’লি চা’লা’লো সেনা হেলিকপ্টার, মায়ানমারে হ’ত ৬ পড়ুয়া

আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে হালকা মাজাহ্রি বৃষ্টির সম্ভাবনা, তেমন একটা ভারী বৃষ্টি হবে না কলকাতা ও তার আশেপাশের এলাকায়। তবে উপকূলের জেলাগুলো কোনোমতেই রেহাই পাবে না বলেই জানা যাচ্ছে। ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উপকুলের ওপর দিয়ে ৪৫ কিমি বেগে ঝোড় হাওয়া বইয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে যার কারণে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে, মতসজীবীদের সমুদ্রে যেতে ফের বারণ করা হয়েছে।