অনেকদিন থেকেই ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের জানানো হয়েছিল ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড চিপ কার্ডে বদলে ফেলার জন্য। এসবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারিতে পুরোনো ডেবিট কার্ড বদলে দেওয়া হবে। নিরাপত্তার জন্যই চিপ কার্ড ব্যবহারের কথা বলা হয়েছে। কার্ড বদলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
তার আগে নতুন চিপ কার্ডের জন্য নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে আবেদন করুন। ২০১৯ এর মধ্যেই ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড বদলে চিপ কার্ড করতে হবে বলে জানিয়েছিল আরবিআই। এই বদলের জন্য ব্যাঙ্কের তরফ থেকে কোনো চার্জ নেওয়া হবেনা। ৩১ ডিসেম্বরের পর থেকে গ্রাহকরা ম্যাগনেটিক স্ট্রিপ কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেননা। আবেদন করার আগে খেয়াল রাখবেন, আপনার বর্তমান ঠিকানা ব্যাঙ্কে আপডেট করা আছে কি নেই। কারণ কার্ড ওই ঠিকানাতেই পাঠানো হবে।