দীপিকা পাডুকোন নাকি ড্রাগের নেশায় মত্ত। এই খবর পেয়ে অনেকেই অবাক হবেন, কিন্তু হঠাত কি হল তার?
দীপিকা পাডুকোন তার বিবাহ বার্ষিকিতে স্বামী রণবীর সিংহ এর সাথে দারুণ ভাবে সেলিব্রেট করছেন, আর সেই সব ছবি শেয়ারো করছেন, তারা তাদের বিবাহ বার্ষিকিতে অমৃতসরে গিয়েছিলেন, সেখানে তিরুপতির মন্দিরেও গিয়েছিলেন। সব কিছুই ঠিক ছিল কিন্তু তার পরেই তার হল কি?
তিনি সবসময় হাশিখুশি থাকে, তাকে দেখে মনে হয় না তিনি এমনটা করতে পারেন। কিন্তু এবার তিনি তাই করেছেন। তিনি ড্রাগ নিতেই শুরু করেছেন। আর সেই ড্রাগ একটু অন্যধরনের। আর এবার সেই ড্রাগের কারণ তার স্যোশাল হ্যান্ডেলে শেয়ার করলেন।
তার স্বামী রণবীর সিংহ, তার ভালোবাসা তার কাছে ড্রাগের থেকেও বেশী নেশাযুক্ত। কারণ রণবীরের পরা এক টিশার্টের ছবি দীপিকা শেয়ার করেছেন যাতে লেখা লভ ইজ এ সুপার পাওয়ার। আর ক্যাপ্সহনে লিখেছে। তুমি সেই আমার ড্রাগের নেশা। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সত্যি রণবীরের ভালোবাসা ড্রাগের থেকে কম কোথায়?