BSNL ক‍্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারীদের ধর্মঘট

জলপাইগুড়ি:- BSNL ক‍্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারীদের ধর্মঘট শুরু হলো। মঙ্গলবার নয়াবস্তি সংলগ্ন বি.এস.এন.এল. দপ্তরের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচী ও আন্দোলনের মধ্যে দিয়ে ধর্মঘট শুরু ক‍্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারীদের। বি এস এন এল ক‍্যাজুয়াল মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন যে জলপাইগুড়ি দপ্তরে প্রায় দুইশো জন ক‍্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মী রয়েছে। অনিয়মিত কর্মচারীদের সাত মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে , বি এস এন এল ম‍্যানেজমেন্টের কালাফরমান অবিলম্বে বাতিলের প্রতিবাদে,অনিয়মিত কর্মচারীদের অবসরের বয়স কমানো , কর্মী ছাটাই ও কাজের দিন সংখ্যা কমানোর প্রতিবাদে এবং বকেয়া মজুরি প্রদানের প্রতিবাদে এদিনের ধর্মঘট ।

সমস্তরকম এক্সক্লুসিভ খবর পেতে লাইক করুন