আমরা তাকে দৃশ্যমের নায়িকা হিসেবেই চিনি। তিনি তেলেগু অনেক ছবিতেই কাজ করেছে। তিনি দক্ষীণের সীনামি বেশী করেছে । কিন্তু দৃশ্যমের তার অভিনয় সবার নজর কেড়েছে। এই দক্ষীনী নায়িকার নাম শ্রিয়া সরণ। তিনি সম্প্রতি বিয়ে সেড়ে ফেলেছে আর তার স্বামী একজন রাসিয়ান। তিনি তার বিয়ের পরেই অনেকদিনের জন্য বিদেশেই ছিল।
এবার তারা দীপাবলির অনুষ্ঠানে এক্সাথেই ছিল। তাদের এবার সেখানে দেখা গেছে একেবারে নতুন এক অবতারে। এখন শ্রীয়া রয়েছে কেরালায়, তার সাথে এখন তার মা আছে। তো তার মা একটি ভিডিও রেকর্ড করেছে যা নিমেষে ভাইরাল। এই শ্রিয়া তার এক ভিডিও তার ইন্সটাগ্রামে আপলোড করেছে, সেখানে দেখা যাচ্ছে তিনি বিকিনি পরে সুইমিং পুলে নেমে স্নান করছে। যা দেখে তার ভক্তদের পাগল হবার জোগাড়।