NRC -র বিরুদ্ধে এন আর সি বিরোধী নাগরিক কনভেনশন

126

জলপাইগুড়ি:- বিজেপি সরকারের নাগরিকত্ব হরণকারী অমানবিক ও স্বৈরাচারী NRC -র বিরুদ্ধে এন আর সি বিরোধী নাগরিক কনভেনশন রবিবার অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি নেতাজী সুভাষ ফাউন্ডেশন হলে। আহবায়ক শুভ্রাংশু চাকী তথা আইনজীবী বলেন যে আসামে এন আরসির ফলশ্রুতিতে শতাধিক মানুষ এবং এরাজ্যে ও এনআরসি আতঙ্কে ইতিমধ্যে কয়েকজন আত্মহত্যা করেছেন । তিনি আরও বলেন যে দলমত নির্বিশেষে সুসংগঠিত গণ আন্দোলন ছাড়া এই আক্রমণ প্রতিহত করা সম্ভব নয়। এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী প্রতিরোধ আন্দোলনের রূপ দিতে এদিনের নাগরিক কনভেনশন। কনভেনশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক শুভ্রাংশু চাকী , হাসান ওমর ফারুক, রুহুল আমিন সুব্রত দত্তগুপ্ত সহ অন্যান্যরা। এছাড়াও এদিনের কনভেনশনে ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনেরা কনভেনশনে অংশগ্রহণ করে।

এই রকম আপডেট পেতে লাইক করুন