BREAKING: ছটপুজোর দিনেই বড় দুর্ঘটনা পশ্চিমবঙ্গে, দ্রুত পদক্ষেপ প্রশাসন সহ স্থানীয়দের

215

ছটপুজোতে বড়ো দুর্ঘটনা ঘটলো কোচবিহারের ফাঁসিরঘটে। রাজ্যবাসী ছটপুজো নিয়ে ব্যাস্ত। এরকম সময় এই দুর্ঘটনার খবর মানুষের মনকে ভারাক্রান্ত করে তুলেছে। ছটপুজো উপলক্ষ্যে প্রচুর মানুষ ভিড় করেন কোচবিহারের ফাঁসিরঘাটে।

সেখানে তোর্সা নদীর উপর একটি দুর্বল বাঁশের সেতুতে উঠে পুজো দেখছিলো অনেকেই। হটাৎ করে সেতুটি ওজন সামলাতে না পেরে নদীর উপর ভেঙে পড়ে। মুহূর্তে নদীতে পরে যান প্রায় 50 থেকে 60 জন পূর্নাথী।তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা।ঘটনাস্থলে প্রশাসনের কর্তাব্যাক্তির পৌঁছায়।

উদ্ধারে হাত লাগায় স্থানীয় প্রশাসন।নদীর স্রোত বেশি থাকায় অনেকে ভেসে যেতে পারেন তা আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই রকম আপডেট পেতে লাইক করুন