Prince of Kolkata: মাঠ থেকে সৌরভের কিছু স্মৃতিময় দৃশ্য দেখুন একঝলকে (ভিডিও)

157
মাঠ থেকে সৌরভের কিছু স্মৃতিময় দৃশ্য দেখুন একঝলকে

ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষে তিনি এখন বিরাজমান। তিনি সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। একসময় ব্যাট হাতে মাঠ কাঁপিয়েছেন, এখন ভারতীয় ক্রিকেটের মসনদে বসে নিজেকে প্রমাণ করেছেন তিনিই সেরা। কিন্তু আমাদের চোখে এখনো তার ব্যাটিং স্টাইল, বোলিং স্টাইল ভাসে,তার একটু ঝলকানি দেখতে চাইলে এই ভিডিওটি একটু দেখে নিন। তার লর্ডসের মাঠে টিশার্ট ঘুরিয়ে জয় জাহির করার ভিডিও এখনো ক্রিকেট প্রেমীর মনে ঢেউ তুলে দেয়।দেখুন কিছু ক্লিপস দাদা সৌরভ গাঙ্গুলির।

এই রকম আপডেট পেতে লাইক করুন