BREAKING: ভয়াবহ আগুনে পুড়ছে দেশ, ঘরছাড়া লক্ষাধিক

প্রতীক ছবি

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া। বুধবার আগুন লেগেছিল সোনোমা কাউন্টির জঙ্গলে। তারপর ঘণ্টায় ১৬৪ কিমি বেগে ছুটে যাওয়া ঝোড়ো হওয়ার ফলে প্রায় ২২০ বর্গকিমি জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। পুরে গেছে প্রায় ৮৪ টি বাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন শনি রবিবার থেকে।

সবথেকে বিপদজনক অবস্থায় রয়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টি। এখানকার প্রায় ১ লক্ষ ৮৪ হাজার মানুষকে ঘরছাড়া হতে হয়েছে। বয়স্ক মানুষ এবং বৃদ্ধদের নিয়ে সমস্যায় পড়েছে অনেক মানুষ। সান ফ্রান্সিসকোর উত্তরে উইন্ডসোর ও হেল্ডসবার্গ শহর থেকে আরও ৫০ হাজার বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। সান ফ্রান্সিসকো বে’‌ এলাকার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে। আগুন নেভানোর জন্য কাজ করছেন কয়েক হাজার সরকারি কর্মী।