Mi-নিয়ে আসছে 108MP ক্যামেরা যুক্ত ফোন, তোলপাড় স্মার্টফোন দুনিয়া

175
Mi-নিয়ে আসছে 108MP ক্যামেরা যুক্ত ফোন, তোলপাড় স্মার্টফোন দুনিয়া
ছবিঃ সংগৃহীত

শাওমির পরের ফোনে নিয়ে আসছে 108MP-যুক্ত ক্যামেরা। ফোনটির নাম Mi Note 10। এই ফোনের পিছনে থাকবে 5 টি ক্যামেরা। প্রথম 108MP-এর ক্যামেরা আনছে শাওমি। শাওমি চিনে Mi CC9 Pro ফোনের টিজার প্রকাশ করেছে এবং এই টিজারে দেখা যাচ্ছে ফোনটির পিছনে রোয়েছে 5 টি লেন্সের সঙ্গে রয়েছে 108MP যুক্ত ক্যামেরা।

এর থেকেই বোঝা যাচ্ছে চিনের Mi CC9 Pro ফোনটির ভারতীয় নাম Mi Note 10। ভারতে ও ফোনটি কবে লঞ্চ করবে তা এখনও বলা হয়নি। তবে চীনে Mi CC9 Pro ফোনটি আগামী 5 নভেম্বর লঞ্চ করবে। Mi Note 10 বা Mi CC9 Pro ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে থাকবে 5x অপটিকাল জুম ক্যাপাবিলিটি। বাকি ক্যামেরা গুলোই থাকবে 13, 8 ও 32 MP-এর লেন্স। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন 730জি প্রেসেসরে।

এই রকম আপডেট পেতে লাইক করুন