Ola এর বিরাট উদ্যোগ, এবার আপনিও চালাতে পারবেন Ola, সাথে ৩০ শতাংশ বাড়তি সুবিধা

69
Ola নিয়ে এলো দারুণ সুবিধা, এবার আপনিও চালাতে পারবেন Ola, সাথে আরো বিশেষ সুবিধা

সম্প্রতি উদ্যান নগরিতে চালু হয়ে গেল Ola ‘সেলফ ড্রাইভ কার সার্ভিস’। সূত্রে খবর, ২০২০ সালের মধ্যে ২০ হাজার গাড়ি এই প্রকল্পের আওতায় আনার পাশাপাশি বেঙ্গালুরুতে বাণিজ্যিকভাবে সফল হলে অন্যান্য রাজ্য শুরু করা হবে এই নতুন পরিষেবা।

এই রকম আপডেট পেতে লাইক করুন

ওলা সংস্থা সূত্রে জানানো হয়েছে, এমার্জেন্সি বটন-সহ একাধিক পরিষেবায় গাড়ি ভাড়া দেওয়া হলে অন্যান্য সংস্থার চাইতে ৩০ শতাংশ বাড়তি সুবিধা ভাবা হয়েছে। অথ্যত এক্ষেত্রে কিলোমিটার প্রতি চার্জ নেওয়ার কথাই ভাবছে সংস্থা। ইতিমধ্যে নতুন পরিষেবার জন্য প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।

এই রকম আপডেট পেতে লাইক করুন