ICC এর বিরোধিতায় BCCI, গাঙ্গুলীর সভাপতিতে জল গড়াতে পারে অনেক দূর

94
ICC এর বিরোধিতায় BCCI, গাঙ্গুলীর সভাপতিতে জল গড়াতে পারে অনেক দূর

এবার থেকে হবে প্রতিবছর আইসিসি টুর্নামেন্ট। ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত প্রত্যেক বছর হবে আইসিসি টুর্নামেন্ট। এটাই তাদের ফিউচার ট্যুর প্রোগ্রাম। কিন্তু এর বিরোধিতা করেছে বিসিসি আই। কারন হিসেবে তারা জানিয়েছে এতে বিশাল আর্থিক ক্ষতি হবে।

কিন্তু বিসিসি আই এর বিরোধিতা করায় কোনও লাভ হয় নি, অনুমোদন পেয়ে গেছে পরিচালিত সমিতির কাছ থেকে আইসিসি। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত চলবে এই ট্যুর প্রোগ্রাম। এফটিপি অবশ্য আগে থেকেই ঠিক করা ছিল।

তারা চাইছে প্রতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ ও ৩ বছর পর ৫০ ওভারের বিশ্ব কাপ করার । কিন্তু এর বিরোধিতা করে বিসিসি আই, তার সিইও জানায় এটা করা উচিৎ হবে না কারণ এতে অনেক আর্থিক ক্ষতি হয়ে যাবে।

এর ফলে দ্বিপাক্ষিক সিরিজ ক্ষতিগ্রস্ত হবে, এর সাথে আইপিএলের মতো এতো বড় টুর্নামেন্টেও তার প্রভাব পরবে। অনেকে মনে করছে এবার বিসিসি আই এর সভাপতি পদে আছে সৌরভ গাঙ্গুলী, আর এই সংঘাত যে অনেক দূর গড়াবে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

এই রকম আপডেট পেতে লাইক করুন