BREAKING: ফের NRC প্রকোপে মৃত্যু এক বাঙ্গালীর, মৃত্যুর দায় কে নেবে? প্রশ্ন পরিবারের

ছবিঃ সংগৃহীত

ফের এন আর সির আতঙ্কে বাঙ্গালী এম্নিতেই নাম নেই তালিকাতে , ফের বার ডিটেনশন ক্যাম্পে বন্দি ২ বছর থেকে । এই সব চিন্তায় অসুস্থ হয়ে ভর্তি হল হাসপাতালে এক বাঙ্গালী। মসমের শোণীতপুরের দুলাল পাল তিনি এই এন আর সির কারণেই মারা গেলেন।

এম্নিতেই তার নাম নেই তালিকাতে, তার মধ্যে ডিটেনশন ক্যাম্পে বন্দি, আর তারফলেই হাসপাতালে ভর্তি হন তিনি এবং শেষে মৃত্যু হয় তার। তিনি ২০১৭ সালের অক্টোবর থেকে বন্দি ছিল একটি ডিটেনশন ক্যাম্পে তার ওপরে নাগরিকত্বের কোনও প্রমান তার কাছে ছিল না, এই সব দুশ্চিন্তায় তিনি ভর্তি হন হাসপাতালে , আর সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি তার মৃত্যুর কারণ এন আর সি। এখন তার মৃত্যুর দায় কি সরকার নেবে? এই প্রশ্ন তার পরিবারের।