BREAKING: বন্ধ হলো আরেকটি চা বাগান, কর্মহীন 2000 শ্রমিক

80

বন্ধ হয়ে গেলো জলপাইগুড়ির জয়পুর চা বাগান,লক্ষীপুজোর আগের দিন বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে চলে গেলেন।ফলে কর্মহীন হতে হলো প্রায় 2 হাজার শ্রমিককে,বেশ কয়েকমাস ধরে বেতন দিতো না বাগান কর্তৃপক্ষ।অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত ছিলো বাগানের শ্রমিকরা।

বহুবার বলার পরেও কোন কর্ণপাত করেননি বাগান মালিকেরা,শেষে বন্ধ করে দিলো কারখানা, ফলে উৎসবের মরসুমে কর্মহীন হয়ে পড়লেন শ্রমিকেরা।এলাকায় বিষণ্নতার সৃষ্টি হয়েছে।

এই রকম আপডেট পেতে লাইক করুন