ATM-এর সামনে এসে এ কি করে বসলো মুখোশধারী দল, দেখুন সেই সিসিটিভি ফুটেজ

ATM-এর সামনে এসে এ কি করে বসলো মুখোশধারী দল

ডিগার দিয়ে একদল মুখোশধারী এটিএম কাউন্টারের দেওয়াল ভেঙে চুরি করে নিয়ে গেল এটিএম। এটিএম বের করে গাড়িতে করে নিয়ে চম্পট দেয় ওই মুখোশধারী দল।

ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল। একটি ডিগার চুরি করে এনে সেই ডিগার দিয়ে এটিএম মেশিনের টাকার ভল্ট চুরি করে নিয়ে যায়। সম্প্রতি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনাটি। প্রকাশ্যে আসার পর ভাইরাল হয় ভিডিওটি। এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ।

সমস্তরকম এক্সক্লুসিভ খবর পেতে লাইক করুন