নিজে নিজে কথা বলার অভ্যাস অনেকেরই থাকে। শিখর ধাওয়ানও নাকি নিজে নিজে কথা বলেন। এবং সেই মুহূর্ত রেকর্ড করেন রোহিত শর্মা।
বিমানে একসাথে সফর করছিলেন শিখর এবং রোহিত। দুজন পাশাপাশিই বসে ছিলেন। হটাৎ রোহিত লক্ষ করেন নিজের সাথে কথা বলছেন শিখর।
সময় নষ্ট না করে মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নেন রোহিত এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ভিডিও। সেখানে রহিত লিখেছেন, শিখর তাঁর সাথে কথা বলছেননা।
একজন কাল্পনিক বন্ধুর সাথে কথা বলছেন। ভিডিওটি দেখে শিখর বলেন, তিনি একটি কবিতা বলছিলেন। তখনই রোহিত ভিডিওটি করেছেন।
কেউ যে তাঁকে এতটা ভালোবাসে, এটা ভেবে তাঁর ভালো লাগছে। এতটা মন যদি পড়াশোনায় দেওয়া যায়, তবে কাজে লাগবে।