সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাচীন মূ’র্তি উ’দ্ধা’র হলো পুকুর থেকে, চা’ঞ্চ’ল্য আউসগ্রামে

মাটি কাটতেই মাটির নিচ থেকে উদ্ধার হলো অতি পুরাতন একটি মাতৃ মূর্তি। শনিবার সন্ধ্যার সময় আউসগ্রামের দিগনগরের উদ্ধার হয়েছে অতি প্রাচীন এক শিলা মূর্তি। মূর্তিটিকে প্রথম দেখতে পান এলাকার মানুষেরা। তারপর তারাই মাটি থেকে মূর্তিটিকে উদ্ধার করে সেটিকে পুলিশের হাতে তুলে দেন। রবিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটিকে উদ্ধার করে। মূর্তিটি আপাতত আউসগ্রাম থানাতেই রাখা হয়েছে।

স্থানীয়সূত্রে খবর দিগনগর গ্রামের চাঁদনির কাছে করুল পুকুর থেকে মাটি তুলে পাশের একটি মাঠে ফেলা হচ্ছিল। শনিবার স্থানীয় বাসিন্দারা মাটি সরিয়ে ওই মূর্তিটিকে তার মধ্যে দেখতে পান। প্রায় দেড় ফুট লম্বা, এক ফুট চওড়া ওই পাথরের মূর্তিটিকে ভালো করে পরিষ্কার করে একটি মন্দিরে রেখে দেন তারা। রবিবার সকালে পুলিশ এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বিশেষজ্ঞদের দাবি এই প্রাচীন মাতৃমূর্তিটি একাদশ-দ্বাদশ শতকের। অতি প্রাচীন বারাহি মূর্তি এটি। বরাহমুখী, চতুর্ভূজা মূর্তিটিতে দেবী পদ্মের উপর ললিত আসনে বসে রয়েছেন। তার পায়ের নিচে রয়েছে গণ। নিচে দু’পাশে দু’ জন ভক্ত হাতজোড় করে বসে রয়েছেন। প্রসঙ্গত এই স্থান থেকে ইতিপূর্বে বহুবার বহু প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছে।

এই স্থানে মাটি খুঁড়ে প্রায়শই হিন্দু এবং বৌদ্ধ দেবদেবীর মূর্তি উদ্ধার করা হয়। অতি প্রাচীন গোপ রাজবংশের সঙ্গে নাকি দিগনগরের সরাসরি যোগাযোগ রয়েছে। যে মূর্তিটি উদ্ধার করা হয়েছে সেই মূর্তিটি সম্পর্কে বিশদে জানার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য নেবেন প্রত্নতাত্ত্বিকেরা।