সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০ বছর চে’ষ্টা করেও ডেন্টিস্টের কাছে যে’তে পারেননি, এক-এক করে নিজেই দাঁত তু’লে ফেললেন ম’ধ্যবয়সী

৫০ বছর বয়সি ডেভিড সার্জেন্ট কে নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন ‘দ্য মিরর’-এর। ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস বা জাতীয় স্বাস্থ্য পরিষেবার অধীনে দন্ত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে তাঁর অপেক্ষা পেরিয়েছে তিনি।

গত ১০ বছর ধরে ডেভিড সার্জেন্ট ডেন্টিস্টের অপেক্ষায় রয়েছেন। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিসে৷ কারণ তাঁর দাঁত তোলার প্রয়োজন হয়েছিল৷ এর পর সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দাঁত ক্রমশ খারাপ হয়েছে৷ কিন্তু দন্ত চিকিৎসকের দেখা পাননি৷

এর পর সম্পূর্ণ ঘটনা নিজের হাতে তুলে নেন এক সময়ের মাংসবিক্রেতা ডেভিড৷ কোনও উপায় না দেখে দাঁতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ডেভিড নিজেই নিজের দাঁত তুলে ফেলেন৷ তার আগে তিনি কিছুটা বিয়ার পান করে নেন৷ তার পর নিজেই টেনে তোলেন যন্ত্রণাবিদ্ধ দাঁত৷

আরো পড়ুন: অত্যধিক ট্রো’লে’র শি’কা’র হয়ে মন খা’রা’প সুদীপার, মুখ খুললেন অভিনেত্রী

এর পর খেয়ে নেন ব্যথা কমানোর ওষুধ৷ পর পর যন্ত্রণাক্লীষ্ট দাঁত এভাবেই তুলে ফেলেন তিনি৷ এক সময় ডেভিড পেশায় ছিলেন কসাই৷ মাংস বিক্রি করতেন তিনি৷ তবে বর্তমানে বেশ অর্থকষ্টে আছেন তিনি৷ নিজের এবং পোষ্য কুকুর অ্যাশের জন্য খাবার কিনতেও তাঁর সমস্যা হয়৷

ডেভিড আর্থিক অনটনের সমস্যায় দাঁতের চিকিৎসার খরচও যোগাড় করতে পারছিলেন না। জাতীয় স্বাস্থ্য পরিষেবার উপর সব আস্থা হারিয়ে ফেলেছন ডেভিড৷ তবে তাঁর মানসিক সমস্যাও আছে বলে জানা গিয়েছে৷ জীবনধারণের জন্য তাঁকে ডিজএবিলিটি লিভিং অ্যালোয়্যান্স বা ডিএলএ-এর উপর ভরসা করতে হয়৷