সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আফগানিস্তান এত’দি’নে দা’স’ত্বে’র শৃ’ঙ্খ’ল ভে’ঙে’ছে! ইমরান খান

আফগানিস্তান এত'দি'নে দা'স'ত্বে'র শৃ'ঙ্খ'ল ভে'ঙে'ছে! ইমরান খান

গণতন্ত্রের হার হলো আফগানিস্তানে। তালিবানি শাসন প্রতিষ্ঠার পরপরই সমগ্র আফগানিস্তান জুড়ে চরম বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হলো। জঙ্গিদের কবলে চলে গেল সম্পূর্ণ আফগানিস্তান। সারা বিশ্ব যখন আফগানিস্তানের এই শোচনীয় পরিস্থিতি দেখে শিউরে উঠছে, চীন, ইরান, পাকিস্তান তখন আফগানিস্তানে তালিবানি শাসনকে স্বাগত জানিয়েছে। বিশেষত প্রধানমন্ত্রী ইমরান খানের নতে আফগানিস্তান এতদিনে দাসত্বের শৃঙ্খল ভেঙেছে!

আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠায় সমর্থন জানাচ্ছে যে বিশ্ব নেতারা, তাদের মধ্যে চীন অন্যতম। চীন আশ্বস্ত করেছে, আফগানিস্তানে তালিবানি শাসন স্থায়ী হবে! ইরান জানিয়েছে, আফগানিস্থানে আমেরিকার হার স্থায়ী শান্তির আশা দেখাচ্ছো। ঠিক একই মুহূর্তে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য, যখন আপনি অন্যের সংস্কৃতি আপন করে নেন, তখন আপনি মানসিকভাবে দাস হয়ে পড়েন। যা বাস্তবে দাস হওয়ার থেকেও শোচনীয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেছেন, সাংস্কৃতিক দাসত্বের শিকল ছেড়ে বেরিয়ে আসা সহজ নয়। তবে আফগানিস্তান বর্তমানে সেই দাসত্বের শিকল ছেড়ে বেরিয়ে আসছে সমর্থ হয়েছে বলেই মন্তব্য ইমরান খানের। পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও আশ্বস্ত করেছেন, আফগানিস্তানে রাজনৈতিক স্থিরতা কায়েম হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের প্রতি তার বার্তা, এই সময় সকলেরই আফগানিস্তানের সঙ্গে সহাবস্থান বজায় রাখা উচিত!