সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স’ক্রি’য় মৌসুমী বায়ু, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভা’রী বৃষ্টিপাতের স’ত’র্ক’তা

বেশ কিছুদিন অবিরাম বৃষ্টির পরে সকলেই চাইছে সূর্যি মামা যেন একটু হলেও উদয় হোক। মানুষের ইচ্ছার কথা বোধহয় শুনে ফেলেছেন সূর্যি মামা। তাই ভাবলাম বৃষ্টির পরে আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী চার দিনেও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পড়বে। এমনকি দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এলাকায়। শুক্রবার মেদিনীপুর এবং পরগনা এলাকায় ভারী বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই পরগনা, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।

উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে বলে অবিরাম বর্ষণ হচ্ছে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা। এই অক্ষরেখা ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে চলেছে। এই অক্ষরেখার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে পড়েছে রাজ্যে। মৌসুমী বায়ুর প্রভাবে সারা সপ্তাহ জুড়ে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার আংশিক মেঘলা আকাশ। এমনকি দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। আজ অর্থাত বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রী সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.৭ মিলিমিটার।