সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহিলা পুলিশ লা’গি’য়ে ফাঁ’দ পা’তা হয়েছিল আমার জন্য, পা না দেওয়ায় ভাইপোর এত রা’গ: শুভেন্দু

বিরোধী দলনেতা গত কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছিল নবান্ন অভিযানে যাওয়ার সময়। কিন্তু সেই বিষয় নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছিল। এবার সেই সব কিছুর জবাব দিলেন শুভেন্দু অধিকারি। বিশেষ করে অভিষেক ব্যানার্জী যে সমস্ত কিছু বলেছেন তার জবাব দিলেন তিনি। গতকাল বুধবার এস এস কে এম হাসপাতালে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের এসিস্টেন্ট কমিশনার দেবজিত চট্টোপাধ্যায়কে।

আর সেখানেই যখন সাংবাদিকদের মুখোমুখি হয় তখন তিনি শুভেন্দুকে আক্রমণ করেন। এবারস এই কথার উত্তরে শুভেন্দু জানায় মহিলা পুলিশ দিয়ে আমার ফাদ পাতা হয়েছিল, সেই ফাদে আমি পা দেই নি বলে ভাইপো রাগ করেছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সেই দিনের ঘটনা দেখে অবাক হয়ে গেছি।

একজন মহিলা পুলিশ নিজের দায়িত্ব করছেন, তাকে অনুরোধ করছেন যে ভ্যানে উঠুন। কিন্তু তিনি কিভাবে বলছেন ডোন্ট টাচ মি। এবার বুঝতে পারছি সূদীপ্ত সেন যদি ছেলে না হয়ে মেয়ে হত তাহলে হয়ত ওনার কাছ থেকে তিনি টাকা নিতেন না। নারদ কান্ডে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিতেন না। এই কথার প্রতিবাদ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আরো পড়ুন: অত্যা’বশ্য’কীয় ওষুধের তা’লি’কা থেকে বা’দ পড়লো চিরপরিচিত RANTAC ও ZINETAC

এদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেন, ৭০৮ জন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি কিছু করলেই আমাকে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া যায়, কিন্তু আমি সচেতন ছিলাম। এদিকে তিনি একজন মহিলা পুলিশ আধিকারিকএর বিরুদ্ধেও অভিযোগ আনেন পেছন থেকে তাকে ধাক্কা মারা হয়েছিল। তিনি বলেন অনেকেই আমাকে ফাসানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ফাদে পা দেই নি কিন্তু তবুও আমার সাথে দুর্ব্যবহার করেছে তারা।