সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গত ৪৮ ঘণ্টায় মালদা’য় জ্ব’রে মৃ’ত্যু মোট ৫ শি’শু’র

গত ৪৮ ঘণ্টায় মালদায় জ্বরে মৃত্যু মোট ৫ শিশুর

মালদা,১৭ সেপ্টেম্বর : জ্বরে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে মালদায় মোট ৫ শিশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। শুক্রবারই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে স্বাস্থ্যদপ্তরের এক বিশেষজ্ঞ দল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের যাওয়ার কথা। পরে সেখানকার অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা। ইতিমধ্যে এ ধরনের জ্বরে কীভাবে চিকিৎসা করতে হবে শিশুদের, তা নিয়ে ইতিমধ্যে বৈঠক করে স্বাস্থ্যদপ্তর।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেবেলা মালদহ মেডিক্যাল কলেজে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সেও জ্বর নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, নয় মাসের ওই শিশুটি ঝাড়খণ্ডের বাসিন্দা। নাম আসমা খাতুন। অসুস্থতা বাড়তে থাকায় মালদহ মেডিক্যাল কলেজে তাকে আনা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিকে শুক্রবার সকালেও আরও এক শিশুর মৃত্যু হয়। ভূতনির বাসিন্দা ৬ মাসের ওই শিশুটির নাম দেব মণ্ডল।

মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখার্জি জানিয়েছেন, হাসপাতালে জ্বর আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই। চিকিৎসাধীন শিশুদের লালা রস পরিক্ষা করা হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী সকলের চিকিৎসা চলছে।