সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“অগ্নিপথ” নি’য়ো’গের নি’য়’মে কিছুটা পরিবর্তন, এইসব ক্ষেত্রের ছেলে-মেয়েরাও সু’যো’গ পাবেন

গতবছর অর্থাৎ ২০২২ সালের ১৪ই জুন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে সেনা নিয়োগ করা হবে।এই নিয়োগ হবে ৪ বছরের চুক্তির মাধ্যমে।চাকরির মেয়াদ শেষ হলে,পারফরমেন্সের ভিত্তিতে ২৫% অগ্নিবিরদের স্থায়ী চাকরি দেওয়া হবে।

প্রার্থীদের বয়সসীমা সাড়ে ১৭ থেকে ২৩বছর। অষ্টম শ্রেণী,মাধ্যমিক ও উচ্মাধ্যমিক পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এবার সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে।

এবার থেকে অগ্নিপথে আবেদন করতে পারবেন আইটিআই এবং পলিটেকনিক পাস আউট পড়ুয়ারাও। প্রসঙ্গত গত ১৬ ফেব্রুয়ারি থেকে অগ্নিপথের অধীনে অগ্নিবীরদের নিয়োগের ফর্ম ফিলাপ শুরু হয়েছে।

আরো খবর: ভাঙড়ে বালিকা বিদ্যালয়ে ঢু’কেই শিক্ষিকাদের ধ’ম’ক, নতুন আরাবুলকে নিয়ে চি’ন্তা’য় স্কুল কর্তৃপক্ষ

অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা ২০২৩-২৪ সালে নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইট
https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx -এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ। পরীক্ষা হবে ২০২৩ সালের ১৭ই এপ্রিল।