সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে সুপ্রিম নি’র্দে’শ কা’র্যকর হতেই চাকরি ফে’রা’নোর দাবিতে চাকরিহারাদের একাংশ

ক্রমশ জটিল হয়ে উঠছে শিক্ষক নিয়োগ মামলা। ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্দেশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট আর তারপরেই চাকরি হারানোর একাংশ সরব হয়ে উঠেছেন। হারিয়ে যাওয়া চাকরি ফেরত পাওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

প্রথম ক্ষেত্রে বীরভূমের ৩৮ জন ও দ্বিতীয় ক্ষেত্রে বীরভূমের অন্তত ৫০ জন চাকরি হারিয়েছেন।গত শনিবার দুপুরে কয়েকজন প্রধান শিক্ষক শিক্ষিকা ও চন্দ্রশেখর জাউলিয়া যিনি জেলা বিদ্যালয় পরিদর্শক তার সাথে বৈঠকে বসেছিলেন যদিও তাতে কোন সিদ্ধান্তে আসা যায়নি।

মূলত এটি শুক্রবার অভিজিত গঙ্গোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশের পরই তৎপরতা বেড়েছে। চাকরিহারারা অনেকেই তাদের কর্মরতা স্কুলে যোগাযোগ করেছেন। সেখানে গিয়ে আর্জিও জানাচ্ছেন কাজে যোগ দেওয়ার জন্য।

অনেকে আবার আইনজীবীদের দিয়ে চিঠিও নিয়ে স্কুলেও হাজির হয়েছেন। তবে এই চিত্র শুধুমাত্র বীরভূমের একাধিক স্কুল সহ সিউড়ি শহরেও একাধিক স্কুলের।

আরো খবর: “আগুনে হাত দিলে হাত পু’ড়’বে” নাম না করেও জাস্টিস গঙ্গোপাধ্যায়কে বিঁ’ধ’লে’ন উদয়ন

তথ্য মারফত এরকমই সব খবর আসছে যে কারণে স্কুলের প্রধান শিক্ষকেরা পড়েছেন সমস্যায় কারণ তাদের কাছে কোন নির্দেশ নেই চাকরি হারাদের নতুন করে চাকরিতে নেওয়ার বিষয়ে।

সুপ্রিম কোর্ট নির্দেশ খারিজ করেনি আপাতত স্থগিতাদেশ দিয়েছে এমনটাই জানা যাচ্ছে তথ্য যে কারণে সেই তথ্যের ভিত্তিতে কাউকে কাজে ফেরানো কখনোই সম্ভব নয় বলেই জানিয়েছেন এক প্রধান শিক্ষক।

তবে সুপ্রিম কোর্টের এহেন রায় দেওয়ার পরেই অনেকেই অন্য জেলায় কাজে যোগ দিচ্ছেন বলেই শোনা যাচ্ছে। আগামী দিনে এই চাকরি হারাদের নিয়ে যে নতুন সমস্যা তৈরি হতে চলেছে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।