সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিচু এলাকায় জল জ’মে’ছে অনেকটাই, প্র’ব’ল বৃষ্টিতে জলযন্ত্রণা দক্ষিণবঙ্গ জু’ড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দরুন সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত চলছে। যার ফলে ইতিমধ্যেই নিচু জায়গাগুলিতে জল জমতে শুরু করেছে। গ্রামগুলির মধ্যে ইতিমধ্যেই অধিকাংশ পুকুর ডুবে গিয়ে রাস্তা ভেসে গিয়েছে। নিচু এলাকার কিছু কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে।

এদিন সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘের সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে।উত্তাল হয়ে রয়েছে দীঘার সমুদ্র।পর্যটকদের সমুদ্রে স্নান করতে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে নিম্নচাপের ফলে পুরুলিয়া জেলাজুড়ে রাতভর বৃষ্টিপাত চলছে। বিগত কয়েক ঘণ্টা ধরে অবিরাম বৃষ্টিপাতের দরুন গৃহবন্দি হয়ে পড়েছেন মানুষ। বিশেষত নিচু এলাকার বাসিন্দারা সমস্যার মুখে পড়েছেন।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার বৃষ্টি থামার কোনও লক্ষ্মন নেই। পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। এছাড়াও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানানো হয়েছে। যদিও বুধবার থেকে অবশ্য আবহাওয়ার উন্নতি হবে।