সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চি’প’স খে’য়ে’ই প্রা’য় ১৪.৮৫ লক্ষ টা’কা পু’র’ষ্কা’র জি’তে নিল ১৩ বছরে’র এক কি’শো’রী

চিপস খেয়েই প্রায় ১৪.৮৫ লক্ষ টাকা পুরষ্কার জিতে নিল ১৩ বছরের এক কিশোরী

খাদ্যরসিক মানুষেরা বরাবর নতুনত্ব খাবার খেতে খুব পছন্দ করেন। তবে তার জন্য পুরস্কৃত হওয়ার খবর খুব একটা শোনা যায় না। দৈনন্দিন জীবনে খাদ্যরসিক মানুষেরা এমন অনেক খাবারই বিরল আকৃতির পেয়ে থাকেন। তবে অনেকেই শৈল্পিক দৃষ্টি দিয়ে তা বিচার করেন না। আজ এমন এক কাহিনী শেয়ার করব তাতে অনেকেই প্রভাবিত ও অনুপ্রাণিত হবেন।

রাইলি স্টুয়ার্ট নামক এক কিশোরী অস্ট্রেলিয়ার বাসিন্দা। চিপসের প্যাকেট থেকে একটি বিরল ‘পাফড-আপ’ চিপ তিনি খুঁজে পেয়েছেন। কিশোরীর বয়স ১৩ বছর। এই আবিষ্কারের কারণে ওই চিপসের প্রস্তুতকারী সংস্থা Doritos তাঁকে ২০,০০০ ডলার দিয়েছে পুরস্কার হিসেবে যা ভারতীয় মুদ্রায় ১৪.৮৫ লক্ষ টাকা ।

এর আগে জনপ্রিয় স্ন্যাক্স সংস্থা McDonald’s-এর তৈরি চিকেন নাগেট একটি ভিডিও গেমের চরিত্রের মতো দেখতে বলে, তা অনলাইনে বিক্রি হয়েছিল ১,০০,০০০ ডলারে। বিশেষ আকৃতির চিকেন নাগেটটি eBay-তে মোট ১৮৪টি বিড পেয়েছিল।

ডরিটোসের ‘পাফড-আপ’ চিপ সাধারণত খুব কুরমুড়ে পাতলা পাপড়ের মতো হয়। রেগুলার চিপস প্যাকেটে রাইলির খুঁজে পাওয়া বিরল আকৃতির চিপ পাওয়া যায় না। কিশোরী জানিয়েছে সে যখন ওই চিপটি খুঁজে পায়, তখন তিনি খেয়ে নেওয়ার কথাই ভেবেছিল, কিন্তু পরে ডরিটোসের নাম নিয়ে একটি ভিডিও বানিয়ে TikTok-এ শেয়ার করে। সেই ভিডিওই ডরিটোস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। সেই ভিডিওটি বর্তমানে সংস্থার Twitter ও Facebook পেজে শেয়ার করা হয়েছে। তবে মূল ভিডিওটি সোশ্যাল মাধ্যমে বিশেষ সাড়া ফেলেছে।

PepsiCo-র মালিকানাধীন সংস্থা ডরিটোস, ১৩ বছরের কিশোরী রাইলি স্টুয়ার্টকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়। ডরিটোসের চিফ মার্কেটিং অফিসার বন্দিতা পান্ডে পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।