সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রিখটার স্কে’লে ৮.২ মাত্রার ভূমিকম্প, প্রবলভাবে কেঁ’পে উ’ঠ’লো আলাস্কা, জারি সুনামি স’ত’র্ক’তা

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। রিখটার স্কেলে এদিনের কম্পনের তীব্রতা ছিল ৮.২।আলাস্কার দক্ষিণ উপকূল বরাবর তীব্র কম্পন অনুভূত হয়েছে। তীব্র কম্পনের জেরে ‘ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার’-এর তরফে সুনামির সতর্কতা জারি করা হয়েছে । সেই সাথে সাথে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে হিনচিনব্রুক থেকে ইউনিমাক পর্যন্ত এলাকাও সতর্কতার আওতায় রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘর-বাড়ি কেঁপে উঠলে রাস্তায় লোকজন আতঙ্কে বেরিয়ে পড়েন। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ আলাস্কায়। সেই সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। জাতীয় সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জানানো হয়েছে, স্যান্ড পয়েন্টের কাছে , আলাস্কা পেনিনসুলায় ২ ফুটের একটি সুনামি বয়ে গিয়েছে।

এই ঘটনার ফলে আলাস্কার ওই কম্পন কেন্দ্র থেকে ২০০ মাইল দূরত্বের সব অঞ্চলে প্রাথমিক ভাবে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। সৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছিল সকলকে। তবে ২ ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশান জানিয়েছে, এরই পাশাপাশি সুনামির আশঙ্কা রয়েছে প্রশান্ত মহাসাগরের আলাস্কা দ্বীপপুঞ্জের কেনেডি এন্ট্রান্স, উনিমাক পাস,জাপান কিংবা নিউজিল্যান্ড ইত্যাদি অঞ্চলেও।

ভূমিকম্পটির কেন্দ্রের অবস্থান ছিল আলাক্সার বৃহত্তম শহর অ্যানকোরেজ থেকে ৮০০ কিমি দূরে। ভূমিকম্পের পরে আরও যে সাতটি ‘আফটার শক’ অনুভূত হয়েছে তার মধ্যে দু’টিও বেশ ভয়াবহ। সেক্ষেত্রেও রিখটার স্কেলে ৬-এর বেশি মাত্রা ধরা পড়েছে। এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ বলেই বরাবর পরিচিত। এর আগে ২০২০ সালের অক্টোবরেও আলাস্কায় ৭.৫ তীব্রতার ভূমিকম্প হয়েছিল । সেবারেও জারি করা হয়েছিল সুনামি সতর্কতা । দ্রুত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে ঘন বসতিপূর্ণ এলাকাগুলি খালি করে দেওয়া হয়েছিল । কিন্তু সুনামি হয়নি এবং দুর্যোগে কেউ প্রাণ হারাননি।

১৯৬৪ সালে উত্তর আমেরিকায় হওয়া ৯.২ তীব্রতার ভূমিকম্পই এখনও পর্যন্ত তীব্রতম। সেই ভূমিকম্পের প্রভাবে ভয়াবহ সুনামিও আছড়ে ‌পড়েছিল আমেরিকার পশ্চিম উপকূল ও আলাস্কায়। ২৫০-রও বেশি মানুষের প্রাণ সংশয় ঘটেছিল । আবার নতুন করে সেই আতঙ্কই তৈরি হল এবারের ভূমিকম্পকে ঘিরে।