Home টাকাপয়সা হাতে ৫০০ টাকার নোট? এবার স’ত’র্ক করলো RBI

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতে ৫০০ টাকার নোট? এবার স’ত’র্ক করলো RBI

দিন কয়েক আগে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছিল লেখা ছেঁড়াফাটা নোট সম্পূর্ণ অকেজ এবং বাতিল করা হবে যদিও পরে জানা যায় সেটি সম্পূর্ণ ভুয়া একটি তথ্য। সোশ্যাল মিডিয়ায় এমন ভুয়ো গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে বারবার।

তবে এবার নতুন সতর্কতা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০ টাকার নোট নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। ৫০০ টাকার নোট নিয়ে এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে নোটের যে নতুন ডিজাইন তৈরি করবার কথা জানানো হয়েছিল সেই জল্পনা সম্পূর্ণ ভুয়ো।

এই জল্পনা বাতিল করবার নির্দেশ দেওয়া হয়েছে। ৫০০ টাকা জাল নোট দেশে বৃদ্ধি পেয়েছে প্রায় ১০২%। শুধুমাত্র ভারত নয়, নেপাল ভুটান বাংলাদেশ থেকে এমন বহু জাল নোট ঢুকে পড়েছে।

আরো খবর: ফেব্রুয়ারি মাসের ছুটির তা’লি’কা প্রকাশ করলো RBI, কতদিন ব্যাংক ব’ন্ধ?

এই জালনোটের কারবার রোধ করতে এমন পন্থা। ৫০০র এমন কোনো নোট নেবেন না যেখানে গভর্নরের স্বাক্ষরের মাঝে সবুজ রঙের চিহ্ন অথবা গান্ধীজীর ছবি খুব কাছাকাছি রয়েছে। আসল ৫০০ নোটের পাশে দেবনাগরী হরফে লেখা রয়েছে ৫০০। খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকবে ভারত এবং ইন্ডিয়া।