সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জয়গাঁ থানার ASI নি’খোঁ’জ হওয়ার ৩ দিন পর উদ্ধার দে’হ, রহস্য আলিপুরদুয়ার জু’ড়ে

রবিবার সকালে দলসিংপাড়া ১০ নম্বর এলাকা থেকে উদ্ধার করা হলো জয়গাঁ থানার নিখোঁজ ASI র নিথর দেহ। রাস্তার পাশে একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় নিথর দেহটি। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, খুন করা হয়েছে ওই পুলিশ আধিকারিক কে। অনেকে মনে করছেন, বালি মাফিয়ারা খুন করেছেন ওই পুলিশ আধিকারিক কে।

৫২ বছর বয়সী ওই পুলিশ আধিকারিক থাকতেন ভারত ভুটান সীমান্তর জয়গাঁ থানার পুলিশ কোয়ার্টারে। আসল বাড়ি কোচবিহারে। বুধবার জয়গা থানা থেকে বাইকে করে তিনি দলসিংপারাতে ট্রাফিকের দায়িত্ব সামলাতে রওনা হয়েছিলেন।কিন্তু দলসিংপারা ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিখোঁজ হয়ে যান। ফোন সুইচড অফ হয়ে যায়।

সারাদিন খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজ পুলিশ অফিসারের সিতা কর কথা বলেন জয়গা থানার পুলিস আধিকারিকের সঙ্গে। তদন্ত শুরু হয় ডিএসপি ট্রাফিকের নেতৃত্বে। এভাবে কেটে যায় পরপর তিনদিন।

রবিবার সকালে নিখোঁজ পুলিশ অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয় দলসিংপারা ১০ নম্বর এলাকা থেকে। রাস্তার পাশে নালার মধ্যে পড়েছিল এই দেহটি। খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন দেহটি। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, খুন করা হয়েছে ওই পুলিশ আধিকারিক কে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে এই ঘটনায় জড়িত রয়েছেন বালি মাফিয়ারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।