সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

2 in 1 ল্যাপটপ নি’য়ে এ’লো lenovo, স্ক্রিন থেকে খু’লে যা’য় কি-বোর্ড, দাম একদমই ক’ম

সম্প্রতি ভারতের বাজারে নতুন দুটি টু-ইন-ওয়ান ল্যাপটপ লঞ্চ করলো লিনোভো।Lenovo Yoga Duet 7i ও Lenovo IdeaPad Duet 3 ল্যাপটপ দুটি থেকে কি-বোর্ড খুলে নিলেই তা ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এটাই হলো এই দুটি ল্যাপটপের বিশেষত্ব যা তাকে অন্যান্য ল্যাপটপ থেকে আলাদা করে দিয়েছে। Lenovo Yoga Duet 7i এর দাম 79,999 টাকা এবং Lenovo IdeaPad Duet 3i এর দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে।

আগামী 12 ই জুলাই থেকে এই দুটি ল্যাপটপ কিনতে পারবেন গ্রাহক। Lenovo.com ও অন্যান্য সব অনলাইন পার্টনারের কাছে কিনতে পারবেন IdeaPad Duet 3i ল্যাপটপটি। Lenovo Yoga Duet 7i ল্যাপটপটি Lenovo ওয়েবসাইট, Amazon.in থেকে কিনতে পারবেন। 12 ই জুলাই থেকে দুপুর ঠিক 12টার এই দুই ডিভাইসের বিক্রি শুরু হবে। Yoga Duet 7i স্লেট কালারের ভেরিয়েন্টে এবং গ্রাফাইট গ্রে কালারে Lenovo। IdeaPad Duet 3i পেয়ে যাবেন গ্রাহক।

Yoga Duet 7i ল্যাপটপে রয়েছে 13 ইঞ্চির WQHD 2K IPS ডিসপ্লে যা 450 nits ব্রাইটনেস দেয়। সঙ্গে থাকছে Gorilla Glass 3 প্রোটেকশন। Intel 11th Gen Core i5 প্রসেসর Intel iris Ze গ্রাফিক্স সাপোর্ট করে, 16GB RAM ও 1TB PCIe SSD থাকছে এই টু ইন ওয়ান ল্যাপটপে। ল্যাপটপের সামনে ও পিছনে একটি করে 5MP ক্যামেরা , 10.8 ঘণ্টা ব্যাক আপ, Dolby Vision ও Dolbu Atmos সাপোর্ট, HD অডিও চিপ ও 1W Dolby Audio স্টিরিও স্পিকার্স, WiFi 6 ও Bluetooth v5 সাপোর্ট এই ল্যাপটপের অন্যতম বৈশিষ্ট্য।

Lenovo। IdeaPad Duet 3i তে থাকছে 10.23 ইঞ্চি WUXGA (1920X1080 pixels) IPS ডিসপ্লে যা সর্বোচ্চ 330 nits ব্রাইটনেস দেয়। Intel Celeron N4020 প্রসেসর, 4GB RAM ও 128GB eMMC স্টোরেজ, ল্যাপটপের পিছনে 5 MP ও সামনে 2 MP ক্যামেরা, Windows 10 অপারেটিং সিস্টেম, 7 ঘণ্টা ব্যাক আপ, ডুয়াল 360 ডিগ্রি মাইক্রোফোন এই ল্যাপটপের অন্যতম বৈশিষ্ট্য।