সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩ পাক পাচারকারী খ’ত’ম ভারতীয় সেনার গুলিতে, উ’দ্ধা’র ১৮০ কো’টি’র মা’দ’ক

আজ রবিবার ভারতীয় সেনাবাহিনী দারুণ সাফল্য অর্জন করল সীমান্তে। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে, তারা পাকিস্তানের তিন মাদক পাচারকারীদের হত্যা করেছে।

এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর মাদক দ্রব্য। সীমান্ত সংলগ্ন এলাকায় এই মাদক পাচারকারীদের হত্যা করা হয়েছে, তাদের কাছ থেকে ৩৬ প্যাকেট হিরোইন উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার দাম ১৮০ কোটি টাকা।

আরো পড়ুন: আগামীকাল থে’কে ১৫ দিন প’র্য’ন্ত সমগ্র পশ্চিমবঙ্গে! বি’রা’ট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঘটনাটি ঘটেছে কাশ্মীরের সাম্বায়, সেখানে আজ রবিবার ভোর রাতে মাদক চোরাকারবারী দের তথ্য পায়। আর তখন থেকেই তারা আরও বেশী সতর্ক হয়ে যায় , এরপরেই তাদের হাতে খতম হয় সেই পাকিস্তানের ৩ মাদক পাচারকারী।তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ টি প্যাকেট, অর্থাৎ ৩৬ কেজির মাদক, যার আন্তর্জাতিক বাজারে দাম ১৮০ কোটি টাকা।

আরো পড়ুন: শীত নিয়ে এ কেমন বা’র্তা দিলো আবহাওয়া দপ্তর! তাপমাত্রা ক’ম’বে না গরম বা’ড়’বে?

এরপরেই আরো সেই এলাকা জুড়ে তদন্ত চালু করেছে বিএসএফ। বিএসএফের তরফ থেকে জানা গেছে, তাদের অভিযান চলছে আরও জোরদার, সীমান্তে কোনোভাবেই অনুপ্রবেশ চলবে না বলেই জানিয়েছে তারা।।