সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বকাপে রোনাল্ডো-নেইমার-মেসির খে’লা দেখতে ২৩ লক্ষ টা’কা’য় বাড়ি কিনলেন ১৭ জন বন্ধু

” সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ” এই জনপ্রিয় গানটি আমরা সবাই শুনে বড়ো হয়েছি, তবে শুধু বাঙালি নয় সারা বিশ্ব ব্যাপী ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে রয়েছেন। শেষ মুহূর্তে মেসি-রোনাল্ডো-এমবাপে-নেইমাররা চরম ব্যস্ত তাদের শেষ প্রাকটিস করে নিচ্ছে তারা। আর এর মধ্যেই তোড়জোড় শুরু হয়েছে খেলা দেখতে যাওয়া নিয়ে। কাতারে বিশ্বকাপ আয়োজিত হয়েছে শোনার পর থেকেই যে যেমন পারছে টিকিট কাটার চেষ্টা করছেন।

আর যারা পারলেন না তারা নিজের মতো করেই ফুটবল ম্যাচ উপভোগ করার প্রস্তুতি নিচ্ছেন।আর এরকমই কিছু ফুটবল পাগল মানুষের খেলা দেখার জন্য প্রস্তুতির কথা শুনে অনেকেই চমকে গেছেন। জানা যাচ্ছে কেরলের ১৭ জন বন্ধু মিলে শুধু এই ফুটবল ম্যাচ দেখার জন্য ২৩ লক্ষ টাকার একটা বাড়ি কিনে ফেলেছেন। শুধু তাই নয় সেই বাড়ির ভেতর ও বাহির সেজে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগালের পতাকায়, রয়েছে বিশ্বকাপের লোগোও।

তার সাথে অবশ্যই আছে মেসি-রোনাল্ডো-নেইমার-এমবাপেদের ছবি । অবশ্য কোচির কাছে মুন্ডক্কামুগল গ্রামের ভক্তরা একে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন। তাঁদের বক্তব্য, ফুটবল হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। যা দেখতে অসম্ভব ভালবাসেন তাঁরা। একসঙ্গে হইচই করে খেলা দেখার আনন্দই আলাদা। সেকথা ভেবেই ১৭ জন একজোট হয়ে ২৩ লক্ষ টাকার বিনিময়ে একটি আস্ত বাড়ি কিনে ফেলেছেন।

আরো খবর: চাকরির বা’জা’রে বড় খবর, রো’জ’গা’র মেলায় ৭১ হাজার নি’য়ো’গ’পত্র বি’লি প্রধানমন্ত্রীর

আর এই বন্ধুদের দলটির একজন শফির পি এ কে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমরা ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য বিশেষ কিছু করব ভেবেছিলাম।” আর এর মধ্যেই এই বাড়িটির খোঁজ পান। বাড়িটি বিক্রি করার কথা শুনে সকলে মিলে তা কিনে ফেলেন। খেলা দেখার জন্য এখন একটি বড় টিভি কেনা হবে বলেও জানিয়েছেন ওই সমর্থকরা। তাদের কাছ থেকে এও জানা যায় যে, ১৭ জন বন্ধুদের এই দলটি গত ১৫-২০ বছর ধরে একসঙ্গে খেলা দেখছেন।

তবে তার জন্য আস্ত বাড়ি কিনে ফেলার কথা ভাবেননি কখনও। এবার ফুটবল বিশ্বকাপ জ্বরে যে কাণ্ড ঘটিয়ে ফেললেন তাঁরা।
তারা জানায় পরবর্তী প্রজন্ম যাতে এভাবেই বসে খেলা দেখতে পারে সেই ব্যাবস্থা করে দিলেন তারা। এখানেই শেষ নয়, তাদের সেই বাড়িতে খেলা দেখতে আসার নিমন্ত্রণও জানিয়েছেন তারা স্থানীয়দের। চাইলে স্থানীয় মানুষও এসে তাদের সাথে জয়েন করতে পারে আজ রাতের ম্যাচ দেখতে।