সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১১০ বছরের পু’রা’নো ব্যাংক বন্ধ হ’য়ে যাচ্ছে, গ্রাহকরা এবার কো’থা’য় যাবেন?

একটা ব্যাংক খোলাই হয় যাতে সেই ব্যাংক থেকে কিছু মানুষ নিজেদের টাকা সঞ্চয় করতে পারে। বা প্রয়োজনে লোন নিতে পারে। কিন্তু যদি সমস্ত লেনদেন প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ হয়ে যায় তাহলে কি ব্যাংক খোলা থাকে? না। থাকে না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ওই ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। ঠিক তেমনি পুনের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হলো।

জানা যাচ্ছে, পুনে ভিত্তিক রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল আরবিয়াই। অগাস্টের ১০তারিখই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে জানিয়েছিল যে, ২২ সেপ্টেম্বর ২০২২ -এর পর থেকেই ব্যাঙ্কটি আর ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করতে পারবে না। এই লাইসেন্স বাতিলের ফলে,রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের -এর ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ বন্ধ হয়ে গেল। এদিনের পর থেকে আমানত জমা নেওয়া বা প্রদানও করতে পারবে না।

আর কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্ত এদিন থেকেই কার্যকর করা হবে। কিন্তু কেনো করা হলো এই ব্যাংকের লাইসেন্স বাতিল আসুন জেনে নেওয়া যাক। আরবিআই থেকেই জানা যাচ্ছে যে, এই ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই। না আছে সেভাবে কোনো লেনদেন। সরকারের কোনো উপার্জন এই ব্যাংক থেকে হচ্ছে না। তা ছাড়া ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ -এর নিয়ম মেনে চলেনি এই ব্যাংক।

তার সাথে আরবিআই জানাচ্ছে যে, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর ধারা ১১(১)এবং ধারা ২২(৩) ( ডি) না মানার কারণেই ব্যাঙ্কটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া ধারা ২২(৩) (এ), ২২(৩) ( বি), ২২(৩) ( সি), ২২(৩) ( ডি)এবং ২২ (৩) ( ই) ও পালন করতে পারেনি ব্যাঙ্কটি।

তাই এই ব্যাংকের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু একটা প্রশ্ন যেটা সবার আগে উঠছে তা হলো এইভাবে ব্যাংক তো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমানতকারীদের এতদিনের জমানো টাকা গুলোর কি হবে? সেগুলো কি তারা ফিরত পাবে?

কো -অপরেটিভ ব্যাংক – এর তরফ থেকে বলা হচ্ছে যে, ৯৯ শতাংশ টাকা ফিরত পাওয়ার সম্পূর্ণ অধিকার গ্রাহকের আছে। তাই  ১৮মে পর্যন্ত ডিপোজিট ইন্সুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন -এর তরফে ইতিমধ্যেই মোট ৭০০.৪৪কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।